ঈদের আগে বোনাস পাননি বিজিএমইএ-বিকেএমইএর ৩১ কারখানার শ্রমিক

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি
স্টার ফাইল ফটো

রাত পোহালেই ঈদুল আজহা। আজ বুধবার পর্যন্ত তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিকেএমইএ) সদস্যভুক্ত ৩১ কারখানার শ্রমিকরা বোনাস পাননি।

এদিন শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সদস্যভুক্ত মোট কারখানার সংখ্যা ১ হাজার ৬২৪টি, বিকেএমইএর ৬৯৯টি, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর ৩৫৯টি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন ৩৯২টি ও পাটকল অধিদপ্তরের আওতাধীন মোট কারখানার সংখ্যা ৯০টি।

এর মধ্যে বিজিএমইএর ২৩টি, বিকেএমইএর ৮টি, বিটিএমএর ১৪টি ও পাটকল অধিদপ্তরের ২৩টি কারখানার শ্রমিকরা ঈদের বোনাস পাননি। এছাড়া, মে মাসের বেতন বকেয়া রয়েছে ৭৫টি কারখানার শ্রমিকদের। জুন মাসের ১৫ দিনের বেতন হয়নি ৬৩২টি কারখানায়।

শিল্প পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বিজিএমইএর ৪৬টি, বিকেএমইএর ১৯টি, বিটিএমএর ৯টি, বেপজার ১টি কারখানায় মে মাসের বেতন হয়নি।

জুন মাসের বেতন হয়নি বিজিএমইএর ২৩১টি, বিকেএমইএর ২০৩টি, বিটিএমএর ৭৫টি, বেপজার ৯৩টি ও পাটকল অধিদপ্তরের ৩০টি কারখানায়।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

14h ago