চট্টগ্রাম বন্দর

শ্রমিকরা আবারও কর্মবিরতিতে, আমদানি-রপ্তানির পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। ছবি: রাজীব রায়হান/স্টার ফাইল ফটো

এক সপ্তাহের ব্যবধানে আবারও কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা।

মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে বন্দরে আমদানি-রপ্তানির পণ্যবাহী কনটেইনার পরিবহনের কাজ বন্ধ আছে।

নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন গত ২১ অক্টোবর ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়।

৩৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি স্থগিত করে।

পরে বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিআরটিএ ও শ্রম অধিদপ্তর এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা দুই দফা সভা করেন।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার বিকেলে সর্বশেষ সভায় মালিকেরা অঙ্গীকার করেন যে পরদিন মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে শ্রম অধিদপ্তরের পরিচালকের উপস্থিতিতে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু সেই বৈঠকে নিয়োগপত্র প্রদানে আইনি কিছু বিষয়ে আপত্তি তোলেন মালিকেরা। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রথমে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটের কাছে কাস্টমস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

সেখানে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরেননি।

এই ধারাবাহিকতায় রাত ১২টা থেকে প্রাইম  ‍ ‍মুভার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন বলে জানান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হুমায়ুন কবির।

Comments

The Daily Star  | English
HBM Iqbal resigns as Premier Bank chairman

Violating rules, Premier Bank paid Tk 10cr to former chairman

For over 40 months since 2020, Iqbal and his family members received Tk 10.31 crore as rent for the 20th and 21st floors of Iqbal Center despite the bank neither renting nor using those floor spaces

5m ago