১২ ঘণ্টার কর্মবিরতিতে প্রাইম মুভার শ্রমিকরা

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ডাকা ১২ ঘণ্টার কর্মবিরতি সকাল থেকে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে সকালে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন।
কর্মবিরতির ফলে চট্টগ্রম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহণ সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি ডিপো মালিকরা।
গতকাল সন্ধ্যায় শহরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
এসব যান চট্টগ্রাম বন্দর থেকে অন্যান্য স্থানে কন্টেইনার ও অন্যান্য পণ্য পরিবহনে ব্যবহৃত হয়।
গতকাল হুমায়ুন কবির ডেইলি স্টারকে বলেন, মঙ্গলবার ইউনিয়ন সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়।
কবিরের ভাষ্য, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরাসরি নির্দেশে থানার ভেতরে তিনজনকে নির্দয়ভাবে মারধর করা হয়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতি চালবে, জানান কবির।
Comments