রিজার্ভ কমে ৩৫.৯৮ বিলিয়ন ডলার

ধীরগতির রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।
প্রতীকী ছবি

ধীরগতির রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

এর আগের দিন রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার।

এদিকে গত বছরের ১৯ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বাজারে ডলার ছাড়ছে এবং এতে রিজার্ভ কমে আসছে।

কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে রেকর্ড ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার ছাড়ে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলারের বেশি বাজারে ছাড়া হয়েছে।

এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়েছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

দেশে চলতি বছর রপ্তানি আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে যার মূল্যমান ৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেড়েছে ।

দেশের বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও দ্য ডেইলি স্টারকে বলেছেন যে সম্প্রতি দেশে রেমিট্যান্স কমেছে এবং এতে রিজার্ভের ওপর চাপ পড়ছে।

Comments