রিটার্ন দাখিলের জন্য আয়কর সেবা মাস শুরু

আয়কর রিটার্ন দাখিলের জন্য দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করেছে এনবিআর।
ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন দাখিলের জন্য দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করেছে এনবিআর।

আয়কর তথ্যসেবা মাস উদ্বোধন উপলক্ষে আজ এনবিআরের সভাকক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময় পর্যন্ত প্রতিদিন করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সার্কেল অফিসে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। এ ছাড়াও ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানান মুনিম।

গত দুই বছর করোনার কারণে আয়কর মেলা হয়নি। আয়কর মেলার পরিবর্তে মেলার আদলে কর তথ্যসেবা মাস চালু করেছে এনবিআর।

Comments