রেমিট্যান্স পাঠাতে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের
দেশে অর্থ পাঠাতে ব্যাংকে সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের। বিদেশ থেকে সহজে টাকা পাঠানোর জন্য ব্যাংকগুলো ছুটির দিনেও বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউসগুলো খোলা রাখবে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাফেদার চেয়ারম্যান মো. আফজাল করিম এসব সিদ্ধান্তের কথা জানান। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নীতি বাস্তবায়নকারী এই সংগঠনটির চেয়ারম্যান বলেন, রেমিট্যান্সের পরিমাণ এবং লেনদেনের সংখ্যার উপর ভিত্তি করে ব্যাংকগুলো সাধারণত প্রেরকদের কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে ১ থেকে ২ ডলার নেয়।
বাফেদার চেয়ারম্যান মো. আফজাল করিম সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এখন থেকে রেমিট্যান্সে কোনো সার্ভিস চার্জ থাকবে না।
তিনি জানান, রপ্তানি আয় নগদায়নে ডলার রেট বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এতদিন এটা ৯৯ টাকা ৫০ পয়সা ছিল। তবে রেমিট্যান্সের রেট ১০৭ টাকা বহাল রাখা হয়েছে।
প্রত্যাশার চেয়ে কম রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয় এবং রেমিট্যান্সের নিম্নমুখী প্রবণতার কারণে সম্প্রতি বাংলাদেশের ব্যাংকগুলো মার্কিন ডলারের ঘাটতির মুখে পড়ে। অক্টোবরে বাংলাদেশে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কমে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার হয়েছে।
এই পরিস্থিতিতে গত ২ নভেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় ২৩ শতাংশ কম।
Comments