অর্থনীতি

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, গত মাসে বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি আরও কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে।
স্টার ফাইল ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, গত মাসে বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি আরও কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে।

নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ।

মূল্যস্ফীতি কমার দিক দিয়ে ডিসেম্বর ছিল টানা চতুর্থ মাস। মূলত সেপ্টেম্বর থেকে ভোক্তামূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। এর আগে, আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশে। যা আগের মাসে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।

তবে, ভোক্তাদের খাদ্যপণ্যের বাইরে অন্যান্য পণ্য কিনতে বেশি ব্যয় করতে হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্যপণ্য বর্হীভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৯.৯৮ শতাংশ।

Comments