আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দামে নতুন রেকর্ড ১০৯ টাকা

বুধবার ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে ডলারের বিনিময় হার ছিল ১০৮ টাকা ৩ পয়সা থেকে সর্বোচ্চ ১০৯ টাকা পর্যন্ত।
ডলার

দেশে বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়ে নতুন রেকর্ড হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে ডলারের বিনিময় হার ছিল ১০৮ টাকা ৩ পয়সা থেকে সর্বোচ্চ ১০৯ টাকা পর্যন্ত।

এর আগে গত ২২ মে ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ পয়সার মধ্যে ডলার লেনদেন করে ব্যাংকগুলো।

গতকাল পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, যা দুই সপ্তাহ আগে ছিল ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

আমদানি ব্যয় পরিশোধ এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহের ধীরগতির কারণে এক বছর ধরে টাকার মান ক্রমশই কমছে।

চলতি বছরের এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১৬ দশমিক ২৭ শতাংশ কমে ১ দশমিক ৬৮ বিলিয়ন হয়েছে। এপ্রিলে রপ্তানি আয় আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে।

Comments