নির্বাচনের আগে সরকারের নিজস্ব অর্থের ব্যবহার বেড়েছে

সিআইপি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিপু মুনশি, এফবিসিসিআই,

নির্বাচনের আগে সরকারের নিজস্ব অর্থের ব্যবহার বাড়লেও বিদেশি অর্থ কম ব্যয় হচ্ছে।

আজ বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এই তথ্য জানিয়েছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর মধ্যে ব্যয় হয়েছে ৩১ হাজার ৬৯২ কোটি টাকা যা বরাদ্দের ১১ দশমিক ৫৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই ব্যয় ছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা।

এর মধ্যে নিজস্ব অর্থ ব্যয় হয়েছে ১৮ হাজার ৮১৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৮ হাজার ১৯০ কোটি টাকা।

অন্যদিকে এই সময়ে বিদেশি তহবিল থেকে ব্যয় হয়েছে ১১ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ২৭৭ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago