বাসেল অর্থ পাচার প্রতিরোধ সূচকে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

তবে, বাংলাদেশ এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদেশগুলোর চেয়ে বেশি ঝুঁকিতে আছে।
বাসেল এএমএল ইনডেক্স, বাসেল ইন্সটিটিউট অন গভর্নেন্স, অর্থ পাচার,

বৈশ্বিক অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) প্রতিরোধ সূচক 'বাসেল এএমএল ইনডেক্স ২০২৩'এ বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। তবে, বাংলাদেশ এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদেশগুলোর চেয়ে বেশি ঝুঁকিতে আছে।

২০১২ সাল থেকে বাসেল ইন্সটিটিউট অন গভর্নেন্স প্রতিবছর এই সূচক প্রকাশ করে আসছে। এ বছর বাংলাদেশ তালিকার পাঁচ ধাপ নিচে নেমে ৪৬তম অবস্থানে এসেছে। আগের অবস্থান ছিল ৪১তম।

সূচকে যে দেশের র‌্যাঙ্কিং ও স্কোর যত কম, সেই দেশের অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ক্ষমতা ততো ভালো।

তবে, পাঁচ ধাপ উন্নতি হলেও সূচকের ১২তম সংস্করণ অনুযায়ী, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ৫ দশমিক ৮০ স্কোর নিয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। যেখানে পাকিস্তানের স্কোর ৫ দশমিক ৪৪ এবং তাদের অবস্থান তালিকার ৬১তম অবস্থানে। অন্যদিকে শ্রীলঙ্কার স্কোর ৫ দশমিক ৪২ এবং দেশটির অবস্থান ৬২তম।

পাঁচটি ডোমেইনে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নে ঝুঁকির ১৮টি সূচকের সমন্বিত সূচকের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং করা হয়েছে।

ডোমেইনগুলো হলো: অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) ও সন্ত্রাসবাদের অর্থায়নের কাউন্টার (সিএফটি) কাঠামো, ঘুষ ও দুর্নীতি, আর্থিক স্বচ্ছতা ও মান, জনস্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আইনি ও রাজনৈতিক ঝুঁকি।

হাইতি, চাদ ও মিয়ানমার যথাক্রমে ৮ দশমিক ২৫, ৮ দশমিক ১৪ ও ৮ দশমিক ১৩ স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে।

সূচক অনুযায়ী, আইসল্যান্ডের অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের সর্বোত্তম কাঠামো আছে। কারণ দেশটি ২ দশমিক ৮৭ স্কোর নিয়ে তালিকার ১৫২তম স্থানে আছে।

আইসল্যান্ডের পর ফিনল্যান্ড, এস্তোনিয়া, অ্যান্ডোরা ও সুইডেন যথাক্রমে ২ দশমিক ৯৬, ৩, ৩ দশমিক ০৯, ৩ দশমিক ২ নিয়ে পরের চারটি অবস্থানে আছে।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago