‘জটিল ভূ-রাজনীতির মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশ’

ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি একই মুদ্রার দুই দিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এ দুটোই মোকাবিলা করা চ্যালেঞ্জিং।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঢাকায় বিআইডিএস বার্ষিক সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: বিআইডিএসের ফেসবুক থেকে নেওয়া

ভূ-রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ শনিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি একই মুদ্রার দুই দিক উল্লেখ করে তিনি আরও বলেন, 'বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এ দুটোই মোকাবিলা করা চ্যালেঞ্জিং।'

তার মতে, 'স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুবিধা ও ক্ষতি দুটোই রয়েছে। এটি নির্ভর করছে জনগণের সঙ্গে সরকারের কতটা সমর্থন ও সম্পৃক্ততা আছে এর ওপর।'

বিআইডিএসের আয়োজনে তিন দিনের এই অনুষ্ঠান আজ শেষ হচ্ছে।

Comments