এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

কর্মকর্তারা জানান, আজ দুপুরের দিকে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে আন্দোলনকারীরা এনবিআর কার্যালয়ে হামলা চালায়
জাতীয় রাজস্ব বোর্ড, আবু হেনা মো. রহমাতুল মুনিম,
কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মকর্তা।

আন্দোলনকারীরা নয় দফা দাবি তুলে ধরে এনবিআরের প্রধান হিসেবে প্রশাসন ক্যাডারের লোকদের বাদ দিয়ে কাস্টমস বা আয়কর ক্যাডার থেকে লোক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মকর্তারা জানান, আজ দুপুরের দিকে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে আন্দোলনকারীরা এনবিআর কার্যালয়ে হামলা চালায়, এতে এনবিআরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আজ অফিসে অনুপস্থিত ছিলেন।

Comments