ভারতীয় অর্থায়নের প্রকল্প চালু থাকবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।’

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় ঋণে অর্থায়ন করা প্রকল্পগুলো চালু থাকবে।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতের পর অর্থ উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, 'দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।'

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থ্রি লাইনস অব ক্রেডিটের (এলওসি) আওতায় অর্থায়ন করা প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়নে উদ্বেগের মধ্যে এ তথ্য জানালেন তিনি।

মূলত হাসিনা সরকারের আমলে এলওসি সই হয়েছিল।

প্রতিবেশী দেশ এ পর্যন্ত সড়ক ও মহাসড়ক, রেলপথ ও নৌপরিবহন, বিদ্যুৎ, আইসিটি, টেলিযোগাযোগ, বেসামরিক বিমান চলাচলসহ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে মোট ৪২টি প্রকল্পে এলওসির আওতায় ৭৩৬ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এখন পর্যন্ত এলওসির আওতায় প্রায় ২০০ কোটি ডলার বিতরণ করেছে ভারত।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago