জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন আহমেদ

জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন আহমেদ
সালেহউদ্দিন আহমেদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জিনিসপত্রের দাম শিগগির কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। আপনি কি আত্মবিশ্বাসী, এখন বাজারে জিনিসপত্রে যে দাম, সেটা থেকে মানুষের শিগগির মুক্তি মিলবে—জানতে চাইলে তিনি বলেন, 'নিশ্চয়ই। শিগগির বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলবো না। শিগগির কমবে।'

তিনি বলেন, 'মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে।'

তিনি আরও বলেন, 'আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে।'

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।'

তিনি বলেন, 'কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে।'

'নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে...। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

32m ago