মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন মুদ্রানীতিতে পলিসি রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার প্রকাশিত সর্বশেষ মুদ্রানীতি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে পলিসি রেট বা নীতি হার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে।

২০২৪ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে এটি ৯ দশমিক ৯৪ শতাংশে নেমে এলেও, গত ১২ মাসের গড় ১০ দশমিক ৩৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যে মূল্যস্ফীতি আরও কমাতে পলিসি রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বেড়েছে খাদ্যদ্রব্যে, যা ডিসেম্বরে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং জানুয়ারিতে ১০ দশমিক ৭২ শতাংশ।

এই অগ্রগতি সত্ত্বেও সরবরাহ ব্যবস্থা ঠিক না থাকায় চাল, পেঁয়াজ ও আলুর মতো প্রধান প্রধান পণ্যের দাম বাড়ছে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করার পর তিনবার পলিসি রেট বা নীতি সুদহার বা রেপো রেট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিসেম্বরে আইএমএফ বলেছিল, বাইরে থেকে অর্থায়ন কম থাকায় এবং ক্রমাবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় স্বল্পমেয়াদি নীতি কঠোর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কঠোরতা থেকে কিছুটা সরে এসেছে।


 

Comments

The Daily Star  | English

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

15m ago