সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে পুরনো দিনের গানের আসর

গানের সংগঠন জলতরঙ্গ ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো’ শীর্ষক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে।
ছবি: সংগৃহীত

গানের সংগঠন জলতরঙ্গ 'বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিয়ো' শীর্ষক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে স্বর্ণযুগের গানের সম্ভার নিয়ে থাকছেন শিল্পী দম্পতি জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।

জাকির হোসেন তপন বলেন, আজকের আয়োজনের জন্য গান নির্বাচন করা হয়েছে কম্পোজারদের গুরুত্ব দিয়ে। থাকছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, খোন্দকার নুরুল আলম, কমল দাশগুপ্তসহ ক্লাসিক সব কম্পোজারদের সৃষ্টি করা মেলোডিয়াস কিছু গান।

তিনি বলেন, নির্বাচিত কিছু গান যেমন তোমার কাছে এ বর মাগি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে, বন্ধু তোমার পথের সাথীকে, হৃদয়ের গান শিখে তো, যে আঁখিতে এত হাসি, চন্দন পালঙ্কে শুয়ে, কফি হাউসের সেই আড্ডাটার মতো আরও বেশ জনপ্রিয় কিছু সংগীত পরিবেশন করা হবে। 

Comments

The Daily Star  | English

Govt forms committee to monitor harassment cases against journos

The government today formed an eight-member committee, led by an additional secretary, to monitor harassment cases against journalists

17m ago