‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ অনুষ্ঠানে স্ত্রী চন্দনার স্মৃতিচারণ

ফেরদৌস আক্তার চন্দনা
‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ অনুষ্ঠানে ফেরদৌস আক্তার চন্দনা। ছবি: সংগৃহীত

আগামীকাল ১৬ আগস্ট রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো স্বামীর গান, যাপিত জীবন, স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবনের কথা বলেছেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

কোলাহল কমিউনিকেশনের ডিজিটাল প্লাটফর্মে 'রিমেমবারিং আইয়ুব বাচ্চু' অনুষ্ঠানে শিল্পীর স্মৃতিচারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেন চন্দনা ও এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ।

ফেরদৌস আক্তার চন্দনা
ছবি: সংগৃহীত

ফেরদৌস আক্তার চন্দনা বলেন, 'আমি আজীবন মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝি না। বুঝতেও চাইনি। আমার ২ সন্তানের পক্ষ থেকে বাচ্চুর গান ও স্মৃতি সংরক্ষণের কাজ করছি।'

অনুষ্ঠানটির উপস্থাপক তানভীর তারেক বলেন, 'বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলেছি। এই অনুষ্ঠানে তার স্ত্রী কথা বলেছেন। এলআরবির গান ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকরা তা উপভোগ করবেন।'

'রিমেমবারিং আইয়ুব বাচ্চু' সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হবে আগামীকাল রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

30m ago