‘আঘাত’ গানে একসঙ্গে তারা

সংগীতশিল্পী আরেফিন রুমি সাধারণত নিজের সুরে বেশি গান গেয়ে থাকেন। হাতেগোনা কয়েকবার এর ব্যতিক্রম ঘটেছে। সেই তালিকায় যুক্ত হলো আরেকটি গান। নতুন গানটির শিরোনাম 'আঘাত'। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী দোলা।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় 'সহযাত্রী' ফিল্মের জন্য তৈরি হয়েছে 'আঘাত'। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান, সুর করেছেন মার্সেল।
গীতিকার লুৎফর হাসান বলেন, 'আমাকে একটা গান লিখতে বলা হয় সুফিবাদ ও প্রেমবাদের সমন্বয়ে। সেভাবেই প্রেমের তীব্র হাহাকার উপজীব্য করে "আঘাত" গানটা লিখেছি।'
আরেফিন রুমই বলেন, 'গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানটির কথা, সুর আমাকে ছুঁয়ে গেছে। এমন একটি গানের জন্য আমাকে নির্বাচন করার জন্য পুরো টিমের প্রতি আমার ভালোবাসা।'
'আঘাত' নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। তিনি বলেন, 'গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে। এটি প্রকাশিত হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।'
Comments