পাঠানের পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ আসছে বাংলাদেশে

শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির পর এবার আসবে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান।’
সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা 'পাঠান' বাংলাদেশে মুক্তির পর এবার আসবে সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান।'

এই সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান 'কিসি কা ভাই কিসি কি জান' আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের সূত্রে দ্য ডেইলি স্টার এ বিষয়টি জানতে পেরেছে। 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় 'পাঠান' সিনেমার পর সালমান খান অভিনীত  'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

কিসি কা ভাই কিসি কি জান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
কিসি কা ভাই কিসি কি জান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

 

Comments