‘সিনেমা কম করলেও সময় ও যত্ন নিয়ে করতে পছন্দ করি’

শাহনাজ সুমী। ছবি: সংগৃহীত

শাহনাজ সুমী নাটক, চলচ্চিত্র, ওয়েব ফিল্ম ও মডেলিংয়ের পরিচিত মুখ। অনেকগুলো বিজ্ঞাপন করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এ ছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ পুণ্য' সিনেমায় অভিনয় করে পরিচিতি পান নতুন প্রজন্মের এই অভিনয়শিল্পী।

টেলিভিশন নাটকও করেছেন বেশ কয়েকটি। সালাউদ্দিন লাভলু পরিচালিত ধারাবাহিক নাটক 'সোনার পাখি রূপার পাখি'তে অভিনয় করে নাটকের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই নাটকটি তার ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে।

তবে 'পাপ পুণ্য' সিনেমার নায়িকা হিসেবে সব শ্রেণীর দর্শকদের ভালোবাসা অর্জন করেন শাহনাজ সুমী।

সুমী বলেন, 'এখনও পাপ পুণ্য সিনেমায় অভিনয়ের প্রশংসা শুনতে পাই। এটা অনেক বড় একটি প্রাপ্তি।'

'ইতি তোমারই ঢাকা' সিনেমাটিও তাকে এনে দিয়েছে প্রশংসা। তার 'দামাল' সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছর। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় সুমী অভিনয় করেছেন ইমা চরিত্রে। যারা সিনেমাটি দেখেছেন তারা সুমীর অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

শাহনাজ সুমী বলেন, 'দামালে যতটুকু চরিত্র ছিল, যতগুলো দৃশ্য ছিল, চেষ্টা করেছি ততটুকুই ঠিকঠাক মতো করতে, ভালোভাবে অভিনয় করতে। মুক্তি পাওয়ার পর সবার ভালোবাসা ও সুন্দর সুন্দর মন্তব্যে খুব ভালো লেগেছে।'

শাহনাজ সুমী। ছবি: সংগৃহীত

'সিনেমা কম করলেও যত্ন নিয়ে, সময় নিয়ে করতে পছন্দ করি। অভিনয়ে মনোযোগ বেশি দিয়েই শুটিং শেষ করি', যোগ করেন তিনি।

নাটক, সিনেমা ও মডেলিং ছাড়া ওয়েব সিরিজেও নাম লিখিয়েছেন শাহনাজ সুমী। আলোচিত ওয়েব সিরিজ 'বুকের মধ্যে আগুনে' অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, 'নার্ভাস ছিলাম প্রথম ওটিটির কাজে। ৯০ দশকের একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছি। আমার ভাবনা ছিল চরিত্রটি দেখে দর্শকরা যেন উঠে না যায়।'

'বুকের মধ্যে আগুন মুক্তির পর কেমন সাড়া পান?' এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খুব ভালো সাড়া পাই। শুটিং শুরুর আগে যখন বলেছিলাম নার্ভাসনেসের কথা, তখন সবাই বলেছিলেন আমি পারব অভিনয়টা সুন্দরভাবে করতে। সেটিই হয়েছে।'

এক প্রশ্নের জবাবে শাহনাজ সুমী বলেন, 'ভালো কাজ অহরহ আসে না, অপেক্ষা করতে হয়। আমিও অপেক্ষা করছি।'

নতুন কাজের বিষয়ে তিনি বলেন, 'নতুন কাজ নিয়ে কথা হচ্ছে। কিছুদিন পর জানাতে পারব।'

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

56m ago