আমার বেশিরভাগ দৃশ্যই মোশাররফ ভাইয়ের সঙ্গে ছিল: শাহনাজ সুমী

shahnaj-shumi
শাহনাজ সুমী। ছবি: শেখ মেহেদী মোরশেদ

'পাপ পুণ্য' সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক শাহনাজ সুমীর। এরপর অভিনয় করেন 'দামাল' সিনেমায়। দুটো সিনেমাই তাকে বেশ পরিচিতি এনে দেয় এবং ব্যাপকভাবে প্রশংসিত হয় তার অভিনয়। সুমী অভিনীত নতুন ওয়েব সিরিজ 'মোবারকনামা' চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে।

মোবারকনামা ওয়েব সিরিজে প্রথমবার মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শাহনাজ সুমী। সিরিজটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সহশিল্পী সম্পর্কে সুমী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনিয়র শিল্পীরা জুনিয়রদের শুটিং সেটে হেল্প করেন জানি। কিন্তু মোশাররফ ভাই এতটা হেল্প করবেন ভাবিনি। আমার বেশিরভাগ দৃশ্যই তার সঙ্গে ছিল।'

'মোশাররফ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সহযোগিতার কথা ভুলব না। শুটিং করার সময় মনে হয়েছিল, আমি যেন ভালো করি, সেটাও যেন তিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন। আমিও সেভাবে চেষ্টা করেছি ভালো করার', বলেন তিনি।

shahnaj-shumi
শাহনাজ সুমী। ছবি: সংগৃহীত

সিরিজটিতে অভিনয়ের বিষয়ে শাহনাজ সুমী বলেন, 'শুটিং শুরুর আগে একবার আমরা বসেছিলাম স্কিপ্ট রিডিং নিয়ে। সেখানেই প্রথম দেখা ও কথা হয়েছিল মোশাররফ ভাইয়ের সঙ্গে। স্ক্রিপ্ট পড়ার সময় তিনি আমাকে বলেন, "তুমি তো ভালো অভিনয়  করো"। এটা শোনার পর আমি চ্যালেঞ্জ হিসেবে নিই যে, আমাকে ভালো করতেই হবে।'

'মোবারকনামার ডিওপি খসরু ভাই, পরিচালক দোদুল ভাইও অসম্ভব সহযোগিতা  করেছেন। সবার সহযোগিতা পেয়েছি। আর শুটিংয়ের সময় মোশাররফ ভাই বেশি সহযোগিতা করেছেন', বলেন তিনি।

সিরিজের চরিত্র প্রসঙ্গে সুমী বলেন, 'চরিত্রটি পুরোপুরি নেতিবাচকও না, আবার পুরোপুরি ইতিবাচকও না। এই দুইয়ের মধ্যকার একটি চরিত্র।'

চলতি বছরের শুরুর দিকে শাহনাজ সুমী অভিনীত ওয়েব সিরিজ 'বুকের মধ্যে আগুন' প্রকাশিত হয়। আর বছর শেষে মুক্তি পাচ্ছে 'মোবারকনামা'। শাহনাজ সুমী বলেন, 'এ বছরটা ভালোই কেটেছে কাজের দিক দিয়ে। দুটি ওয়েব সিরিজেই অভিনয় করে ভালো লেগেছে। ক্যারিয়ারের জন্য দুটি কাজই ইতিবাচক।'

shahnaj-shumi
শাহনাজ সুমী। ছবি: সংগৃহীত

নতুন সিনেমার বিষয়ে তিনি বলেন, 'কথা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।'

সবশেষে সুমী বলেন, 'কাজের সংখ্যা বাড়াতে হবে। ভালো ভালো কাজ করতে চাই এবং ভালো কাজের সংখ্যাটা বাড়াতে চাই। বেশি বেশি ভালো কাজ করতে চাই।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago