প্রেমের গানের শুটিংয়ে অন্যরকম রসায়নে শাকিব-সোনাল

'দরদ' সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর আলোচনায় রয়েছে।
শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

ভারতের বেনারসে চলছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ' এর শুটিং। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান।

আজ বৃহস্পতিবার এই দুই তারকার প্রেমের গানের শুটিং চলছে সেখানে।

'দরদ' সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর আলোচনায় রয়েছে। এই দুই তারকার রসায়ন নজর কাড়ছে দর্শকদের। সিনেমাটির গানেও চমক থাকছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। 

শাকিব খান বলেন, 'দরদ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো সিনেমাটির গল্প। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি। স্বাভাবিকভাবেই গল্পে নতুনত্ব রয়েছে।'

সোনাল চৌহান বলেন, 'আমি রোমান্টিক সিনেমা আগে করেছি। থ্রিলার করেছি। তবে দুটার মিশেলে এটা যেরকম গল্প, সেটা আকর্ষণ করেছে।'

'দরদ' সিনেমায় আছেন ভারতের রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী আর অলোক জৈন। বাংলাদেশ থেকে অভিনয় করছেন ইমতু রাতিশ, ইলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ অনেকেই।

'দরদ' সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় তৈরি হবে। একযোগে ৩২ দেশে আগামী ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।   

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

7h ago