একজন বড় মাপের শিল্পী হুমায়ুন ফরীদি

স্টার অনলাইন গ্রাফিক্স

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরীদি। টেলিভিশন নাটক, মঞ্চ নাটক, ঢাকাই সিনেমাতেও চমক সৃষ্টি করেছিলেন তিনি।

আজ ২৯ মে সাড়া জাগানো অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন।

'সংশপ্তক' নাটকে হুরমতি চরিত্রে গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং রমজান চরিত্রে হুমায়ুন ফরীদির অভিনয় কোটি দর্শকের ভালোবাসা পায়। জন্মদিনে ফরীদি সম্পর্কে ফেরদৌসী মজুমদার বলেন, 'মানুষ হিসেবে হুমায়ুন ফরীদি ছিল সরল। ভেতরটা শিশুর মতোই সরল ছিল। বড় বিষয় হচ্ছে সে মানুষকে সহজেই হাসাতে পারত। ওর কথা শুনে খুব হাসতাম। যে কোনো ভারী পরিবেশকে কথা বলে সুন্দর করে দিতে পারত। এটা সারাজীবন মনে থাকবে। অভিনেতা হিসেবে কত বড় মাপের ছিল তা নতুন করে বলার নেই। অসাধারণ অভিনয় ক্ষমতা ছিল ফরীদির। সবরকম চরিত্রে অভিনয় করার গুণ তার মধ্যে ছিল।'

আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদির গভীর বন্বুত্বের কথা সবার জানা। দুজনে একসাথে দীর্ঘ সময় ঢাকা থিয়েটারে অভিনয় করেছেন। টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বছরের পর বছর একসাথে সময় কাটিয়েছেন একসাথে। প্রিয় বন্ধু সম্পর্কে আফজাল হোসেন বলেন, 'ফরীদি আমার ভীষণ প্রিয় বন্ধু ছিলেন। আমি তাকে যেমন পছন্দ করতাম, তিনিও করতেন। অতীতে ফিরে তাকালে চোখে ভেসে উঠে কত শত স্মৃতি। আসলে আমরা তো অভিনয়ই করতে এসেছিলাম। দুজনেই অভিনয় ভালোবাসতাম। তার কথা বলে সহজে শেষ করা যাবে না। এটুকু বলি, বন্ধু, ভালোবাসি খুব। মিসও করি খুব। ওর সাথে পরিচয় হয়েছিল ঢাকা থিয়েটার করতে গিয়ে। তারপর খুব ঘনিষ্ঠ বন্বু হয়ে যাই। বেইলি রোডের সেই সময়ের নাটকপাড়াকে ঘিরেই আমাদের অসংখ্য স্মৃতি।'

রাইসুল ইসলাম আসাদ ও হুমায়ুন ফরীদি প্রথমে একসাথে অভিনয় করেন ঢাকা থিয়েটারের শকুন্তলা নাটকে। রাইসুল ইসলাম আসাদ বলেন, 'আগেও বলেছি, আজও বলছি, হুমায়ুন ফরীদি ছিলেন আমাদের সময়ের অন্যতম এবং অন্যতম শক্তিশালী অভিনেতা। বড় মাপের অভিনেতা তো অবশ্যই ছিলেন। বন্ধু বলে বলছি না, সত্যিই তিনি খুব উঁচু মাপের অভিনেতা ছিলেন। অভিনেতার বাইরে বন্ধুত্ব নিয়ে বলতে চাই। ফরীদি ছিলেন আমার অতি আপনজন, কাছের বন্ধু। একজীবনে নাটক-সিনেমা নিয়ে আমরা প্রচুর আড্ডা দিয়েছি। তর্ক করেছি। কিন্ত কখনো বন্ধুত্বে ভাটা পড়েনি। এখানেই আমরা ছিলাম অদ্বিতীয়। বন্ধু হিসেবে সারাজীবন তাকে মনে রাখব।'

মঞ্চ নাটক ও টেলিভিশন নাটকে অভিনয় কমিয়ে দিয়ে একটা সময় হুমায়ুন ফরীদি সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন। তারপর বছরের পর বছর ধরে একটার পর একটা সিনেমা করেন। তার সাথে অনেকগুলো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন আরেক সাড়া জাগানো নায়ক সোহেল রানা।

ফরীদি সম্পর্কে তিনি বলেন, 'শিল্পী সবাই নন। কেউ কেউ শিল্পী। হুমায়ুন ফরীদি একজন বড় মাপের শিল্পী। সত্যিকারের শিল্পী তিনি। তাকে আমি কাছ থেকে দেখেছি। গভীরভাবে দেখেছি। অভিনয়ের প্রতি তার ভালোবাসা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। কিন্ত বড় অসময়ে চলে গেছেন। আরও অনেক কিছু দেবার ছিল তার। নাটক থেকে এসেও সিনেমায় দাপট দেখিয়ে গেছেন। তার জন্মদিনে ভালোবাসা।'

এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সবসময় বলেন তার আইডল হুমায়ুন ফরীদি। যে কোনো অনুষ্ঠানে, কোনো পুরস্কার পেলেও প্রথমে স্মরণ করেন ফরীদিকে।

আফরান নিশো বলেন, 'ফরীদি ভাই আমার কতটা শ্রদ্ধার, কতটা ভালোবাসার শিল্পী তা ছোট কথায় বলে শেষ করতে পারব না। তার মতো শিল্পী আর আসবে না। তাকে আমি আইডল মনে করি। সবসময় ভাবি, আমার অভিনয়ের আইডল ফরীদি ভাই। আমাকে তিনি খুব আদর করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম, আজও শ্রদ্ধা করি।'

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

1h ago