কলকাতায় করা সিনেমা ঢাকার দর্শকরা দেখতে পারলে ভালো লাগত: জয়া আহসান
দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। শুটিং শেষ করে তিনি দেশে ফিরেছেন একদিন আগে।
জন্মদিন উপলক্ষে বিশেষ কী করলেন জানতে চাইলে জয়া বলেন, 'জন্মদিন সেভাবে পালন করা হয় না। দিনভর বাসায় সময় কাটাচ্ছি। পরিবারের সবার সঙ্গে সুন্দর সময় কাটছে। মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। ভালো লাগছে।'
'মা ইলিশ-পোলাও রান্না করেছেন। জন্মদিনে মায়ের হাতের ইলিশ-পোলাও খুব ভালো লেগেছে। অনেক দিন ধরে ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছিল। আজ মা রান্না করেছেন। পরিবারের সবাই মিলে খেয়েছি।'
দিনভর ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন জয়া। তিনি বলেন, 'জন্মদিন এলে মানুষ উইশ করেন, এটা ভালো লাগে। সবার ভালোবাসায় সিক্ত হই। অন্যরকম অনুভূতি কাজ করে।'
নতুন সিনেমা 'ডিয়ার মা' এর শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন জয়া। টানা শুটিং করেছেন বেশ কিছুদিন।
তিনি বলেন, 'ডিয়ার মা' সিনেমার গল্প খুব শক্তিশালী। সবাইকে গল্পটা টাচ করবে। এটুকু বলতে পারি, সবাইকে "ডিয়ার মা" সিনেমার গল্প ছুঁয়ে যাবে।
সিনেমাটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কে জয়া আহসান বলেন, 'খুব যত্ন নিয়ে পরিচালক সিনেমাটি নির্মাণ করেছেন। তার কাজের আলাদা একটা বৈশিষ্ট্যে আছে। "ডিয়ার মা" সিনেমায় দর্শক তা দেখতে পারবেন।'
ঢাকার দর্শকদের প্রসঙ্গ আসতেই জয়া আহসান বলেন, 'ডিয়ার মা' ঢাকার দর্শকরা দেখতে পারলে ভালো লাগতো। কলকাতায় করা সব সিনেমা নিয়েই আমার এমন প্রত্যাশা, যদি ঢাকার দর্শকরা দেখতে পারতেন! তাহলে আরও ভালো লাগত।
মায়ের চরিত্রে ওপার বাংলার সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি বলেন, 'দেখুন, মায়ের চরিত্র আগেও করেছি। আমার চরিত্রটি অদ্ভূত। দরদ দিয়ে ও ভালোবাসা দিয়ে অভিনয় করেছি। আমি চাই পর্দায় দর্শকরা এটি দেখুক।'
"ডিয়ার মা" নিয়ে জয়া আহসান আরও বলেন, 'এই সিনেমায় যাদের সঙ্গে অভিনয় করেছি তারা সবাই খুব শক্তিশালী শিল্পী। কাজেই তাদের সাথে অভিনয় করেও ভালো লেগেছে।'
জয়া আহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে কলকাতার সিনেমা "ওসিডি"র টিজার। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।
জয়া বলেন, "ওসিডি" অনেক ভালো একটি সিনেমা। অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে এই সিনেমা দেখে।
Comments