‘পুতুল নাচের ইতিকথা রটারড্যাম উৎসবের প্রধান প্রতিযোগিতায় অংশ নেওয়া বড় ব্যাপার’

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এখন নেদারল্যান্ডসে আছেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা 'পুতুল নাচের ইতিকথা' এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
নেদারল্যান্ডস থেকে জয়া আহসান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা দেখেছেন। এখানকার অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা পছন্দ করেছেন। প্রচুর প্রশংসা পেয়েছি।
তিনি বলেন, ভীষণ ভালো লাগছে এত দূরের একটি দেশে এবং এত বড় একটি উৎসবে বাংলা সিনেমা নিয়ে এসেছি। আমার অভিনীত সিনেমা নিয়ে এসেছি। অনুভূতি খুবই ভালো। অনেক ভালোলাগা কাজ করছে।
জয়া আহসান বলেন, এটা অনেক বড় একটি চলচ্চিত্র উৎসব। অনেক দেশের মানুষ অংশ নিয়েছেন। অনেক বড় বড় চলচ্চিত্র পরিচালকরা এসেছেন। পুতুল নাচের ইতিকথা তাদের ভাবিয়েছে। গল্পটা অসাধারণ।
'পুতুল নাচের ইতিকথা তো বাংলার গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের লেখক। তিনি বাংলার গল্প বলেছেন। সেখান থেকে সিনেমা হয়েছে। প্রথম প্রদর্শনীতে অনেক সাড়া পেয়েছি।'

এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, পুতুল নাচের ইতিকথা কিন্তু প্রধান প্রতিযোগিতায় অংশ নিয়েছে (বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগ)। এটা বড় বিষয়। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বড় উৎসবের প্রধান প্রতিযোগিতায় একমাত্র বাংলা ভাষার সিনেমা। সব মিলিয়ে পুতুল নাচের ইতিকথা সিনেমার তিনটি শো হবে উৎসবে।
'প্রথমবার এই চলচ্চিত্র উৎসবে এসেছি। খুব ভালো লাগছে। বিশ্ববাসী দেখছে বাংলা ভাষার সিনেমা। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো কালজয়ী লেখকের গল্প। আমার জন্য অনেক আনন্দের ও খুশির বিষয় এটি।'
পুতুল নাচের ইতিকথা সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। তিনি বলেন, পুতুল নাচের ইতিকথা আমার পছন্দের একটি উপন্যাস। পদ্মা নদীর মাঝির পর মানিকের এই উপন্যাসটি বহুলপঠিত। অনেক শক্তিশালী লেখা। সেই গল্পের কুসুম চরিত্রে অভিনয় করেছি।
জয়া আহসান বলেন, পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি অনেক যত্ন করে বানিয়েছেন। আমরা শতভাগ ভালোবাসা দিয়ে অভিনয় করেছি। খুব ভালো একটি সিনেমা হয়েছে। এখানকার দর্শকরা অসম্ভব পছন্দ করেছেন।
Comments