নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় মিম

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

বিদ্যা সিনহা মিম শোবিজে জড়িত আছেন অনেক বছর ধরে। প্রথম সিনেমা আমার আছে জল দিয়ে দর্শকদের দৃষ্টি কাড়েন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা সিনেমা করেছেন। ক্যারিয়ারে যোগ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। সেখানেও প্রশংসিত হয়েছেন তিনি। একটা সময় প্রচুর নাটক করেছেন। সেখানেও সাফল্য পেয়েছেন।

নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন মিম। প্রহর গুনছেন নতুন সিনেমার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত 'দিগন্তে ফুলের আগুন' সিনেমায় মিম অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে।

'দিগন্তে ফুলের আগুন' পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

বিদ্যা সিনহা মিম
ছবি: বনের দিঘি

মিম বলেন, 'সিনেমার শুটিং শেষ । তবে ১৬ ও ১৭ জুলাই প্যাচ ওয়ার্কের কাজ হবে। তারপরই পুরোপুরি কাজ শেষ হবে। প্যাচ ওয়ার্কের জন্য প্রস্তুতি নিচ্ছি।'

'দিগন্তে ফুলের আগুন' সিনেমা নিয়ে প্রত্যাশা কতটুকু? এই প্রশ্নের জবাবে মিম বলেন, 'সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী। প্রত্যাশা করছি দর্শকরা সিনেমাটি দেখবেন। এত সুন্দর একটি গল্প। বাংলাদেশের খ্যাতিমান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন থেকে নেওয়া গল্প। সব মিলিয়ে খুব করে ছুঁয়ে যাবে গল্পটি সবাইকে। এজন্যই প্রত্যাশা অনেক বেশি।'

নতুন সিনেমা নিয়ে তিনি আরও বলেন, 'শুটিং হওয়ার পর পরিচালক বলেছেন কাজটি ভালো হয়েছে। আমার অভিনয়ের প্রশংসাও করেছেন। এটি একটি ভালো লাগার বিষয়।'

সিনেমার বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সাবেক এই লাক্স সুন্দরী। নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার বিষয়ে তিনি বলেন, 'নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনের মতো কাজ পেলেই করব। গল্প, চরিত্র মনের মতো হলেই নতুন কাজ করব।'

বিদ্যা সিনহা মিম
ছবি: বনের দিঘি

চলতি সময়ের ব্যস্ততা সম্পর্কে মিম বলেন, 'নতুন বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছি। চলতি মাসেও একাধিক বিজ্ঞাপনের শুটিং করব। আশা করছি এ মাসে দুটি বিজ্ঞাপনের শুটিং হবে।'

দুই দিন আগে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে মিমকে। যদিও বেশ কয়েকবছর আগে ঢালিউডের কিং খানের সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একটি সিনেমার নাম আমি নেতা হবো, অপরটির নাম আমার প্রাণের প্রিয়।

শাকিব খানের সঙ্গে একই মঞ্চে ছিলেন, 'নতুন সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে কি না?' এমন প্রশ্নের জবাবে মিম বলেন, 'না, না। নতুন সিনেমা নিয়ে শাকিব খানের সঙ্গে কোনো কথা হয়নি। শাকিব খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। তা ছাড়া আরও ‍ কিছুদিন আগেও একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনো কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে।'

ক্যারিয়ারের এই সময়ে এসে কী ধরনের স্বপ্ন দেখেন? জবাবে মিম বলেন, 'সবসময়ই চেয়েছি ভালো কাজের সঙ্গে থাকতে। এখনো তাই চাই। এমন কিছু কাজ করতে চাই যার জন্য দর্শকরা বহু বছর মনে রাখবেন। কারণ দর্শকরাই শিল্পীর সত্যিকারের প্রাণ।'

সবশেষে মিম বলেন, 'দর্শকদের ভালোবাসায় অনেকগুলো বছর শোবিজে কাটিয়ে দিলাম। এভাবেই তাদের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago