মেয়ে চায় আমার জীবনে কেউ আসুক: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

'এবার জন্মদিনে মেয়ে বলেছে, আমার জীবনে কেউ আসুক। এত বছর পর সে এটা ফিল করেছে। সে জানে, তার মা একা একা চলে, চলার পথে কেউ থাকুক।'

কথাগুলো বলছিলেন 'রেহানা মরিয়ম নূর' খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গতকাল ২৮ অক্টোবর ছিল তার জন্মদিন।

অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেওয়া এই অভিনেত্রী জানান, জন্মদিনে নিজ বাসায় পরিবারের সঙ্গেই ছিলেন তিনি। সন্তানের জন্মদিনে প্রিয় খাবার রান্না করেছিলেন তার মা।

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

জীবনের ৪১ বসন্তে পা দিলেন বাঁধন। মেয়ের প্রত্যাশা বিষয়ে তিনি বলেন, 'আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।'

শিগগির মেয়ের চাওয়া পূরণ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমি এত ভয় পেয়েছি, এত ট্রমা গেছে আমার ওপর দিয়ে—এখনো ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, সেই আমার পথচলার সঙ্গী হবে।'

জীবন সম্পর্কে উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, 'অনেক বেশি ফোকাস আমি। ভালোর দিকেই যাচ্ছে সবকিছু। জীবন বেশ সুন্দর। জীবন মানেই কর্মময়। জীবন মানে অনেক কিছু।'

অভিনয় দিয়ে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে বাঁধন। হিন্দি সিনেমায়ও নাম লিখিয়েছেন। তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

রেহানা মরিয়ম নূর, আজমেরী হক বাঁধন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
আজমেরী হক বাঁধন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আগামী মাসে শুটিংয়ে ফিরবেন তিনি। সানী সানোয়ার পরিচালিত 'এষা মার্ডার' সিনেমার কিছু দৃশ্যের কাজ এখনো বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

সিনেমাটি সম্পর্কে বাঁধন বলেন, 'আমাদের দেশে সাধারণত নারী প্রধান গল্প নিয়ে তেমন কাজ হয় না। কিন্তু, "এষা মার্ডার" নারী প্রধান গল্পের সিনেমা। এমন সিনেমা নির্মাণের জন্য পরিচালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

রেহানা মরিয়ম নূর, আজমেরী হক বাঁধন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
আজমেরী হক বাঁধন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

তিনি জানান, সিনেমাটি আগামী বছর মুক্তি পেতে পারে।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় 'মাস্টার' সিনেমার শুটিং শেষ করেছেন বাঁধন। আগামী বছর এটি মুক্তি পাবে।

এই সিনেমা বিষয়ে বাঁধন বলেন, 'পরিচালক অনেক যত্ন করে কাজটি করেছেন। অসম্ভব ভালো গল্প। গল্প ও টিম নিয়ে আমি হ্যাপি। সিনেমায় আমি সাপোর্টিং চরিত্র করেছি। মূল চরিত্রে নাসির ভাই।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

49m ago