আমাদের এখানে নায়িকারা নায়ক ঠিক করে না: কেয়া পায়েল

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে ঈদুল ফিতরে তার অভিনীত বেশ কয়েকটি নাটকে ভালো সাড়া ফেলেছে। তাকে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা। কারণ, সম্প্রতি তার অভিনীত কিছু নাটক দারুণ সাড়া ফেলেছে।
কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে ঈদুল ফিতরে তার অভিনীত বেশ কয়েকটি নাটকে ভালো সাড়া ফেলেছে। তাকে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা। কারণ, সম্প্রতি তার অভিনীত কিছু নাটক দারুণ সাড়া ফেলেছে।

সম্প্রতি দ্য স্টারের সঙ্গে কথা বলেন কেয়া পায়েল। সেখানে তিনি ঈদের নাটকের কথা, নাটকের সিন্ডিকেট, চলচ্চিত্রে অভিনয়, আগামীর পরিকল্পনাসহ নানান বিষয়ে কথা বলেন।

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে আপনার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

ভালোই সাড়া পেয়েছি। দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আমার অভিনীতে চরিত্র নিয়ে অনেকের মুখে প্রশংসা শুনেছি। অনেকে আবার আমাকে চরিত্রের নামে ডাকছেন। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। বুঝতে পারছি দর্শক আমাকে পছন্দ করতে শুরু করেছেন। প্রচারিত নাটকগুলোর মধ্যে 'ভুলোনা আমায়' নাটকের কথা মানুষ বেশি বলছেন। এগুলো আমার জন্য ভালোলাগার।

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

নাটকের কোন চরিত্রে প্রতি আপনার দুর্বলতা আছে বা কোন চরিত্রগুলো আপনাকে টানে?

চঞ্চল প্রকৃতির চরিত্রে অভিনয় করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মন খারাপ করা চরিত্রগুলো আমাকে টানে না। আমারতো মাত্র শুরু তাই এতকিছু ভেবে অভিনয় করি না। ভালোলাগা ও ভালোবাসা থেকে নাটকের গল্প, চরিত্রে অভিনয় করি।

এবারের ঈদে বেশকিছু নাটকে অভিনয় করলেন। চরিত্রগুলোর প্রতি কতটা মনোযোগী হতে পেরেছিলেন?

এসব নাটকগুলো বিভিন্ন সময়ে করেছি। কিন্তু, ঈদে একসঙ্গে প্রচার হয়েছে। বেশি নাটকে অভিনয় করেছি অভিজ্ঞতা বাড়ানোর জন্য। আমি আরও ভালো কাজ করতে চাই। বহুমাত্রিক চরিত্রে কাজের সুযোগ এসেছে। নিজেকে প্রমাণ করতেই এসব নাটকে অভিনয় করেছি।

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

নাটকে একটা সিন্ডিকেটের কথা শোনা যায়। আপনিও কি এগুলোর মুখোমুখি হয়েছেন? যতদূর শোনা যায় নাটকের নায়িকাও নাকি নির্বাচন করেন এই সিন্ডিকেট?

আমার আসলে এসব বিষয়ে ধারণা নেই। মোটামুটি সব অভিনেতার সঙ্গে অভিনয় করেছি। তাই ঠিক বলতে পারব না এমন হয় কিনা। তবে, এটা ঠিক আমাদের এখানে নায়িকারা নায়ক ঠিক করে না। এগুলো ঠিক করেন পরিচালক। এমনটাই দেখে আসছি, তাই কোনো সিন্ডিকেটের কথা বলতে পারছি না। আমি নাটকের গল্প, চরিত্র, পরিচালক দেখে অভিনয় করি, আমার বিপরীতের অভিনেতা দেখে না।

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে শুরুর দিকে ২০১৮ সালে 'ইন্দুবালা' সিনেমায় অভিনয় করেছিলেন, এটা কী ভুল সিদ্ধান্ত ছিল? আগামীতে নতুন কোনো সিনেমায় নায়িকা হিসেবে আপনাকে দেখা যাবে?

যখন এই সিনেমাতে অভিনয় করি তখন আমি একেবারে নতুন ছিলাম। অনেক বিষয়ে অভিজ্ঞতা ছিল না। তবে, সিদ্ধান্ত ভুল ছিল তা বলব না। কারণ, কাজ করতে করতেই তো অভিজ্ঞতা বাড়ে। এখন যেমন অনেক কিছু বুঝি তখন বুঝতে পারিনি। আগামীতে অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে, গল্প, চরিত্র, পরিচালক বিষয়ে মনোযোগী হব।

আচ্ছা কারা আপনাকে 'কেয়া' কারা 'পায়েল' নামে ডাকেন?

'কেয়া' নামে ডাকে আমার পরিবার ও আর কাছের মানুষেরা। 'পায়েল' নামে ডাকেন মিডিয়া ও আমার দর্শকরা।

Comments