ঈদের সিনেমা দিয়ে এয়ারপোর্টের কাছে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

ছবি: সংগৃহীত

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের আরও একটি শাখা চালু হতে যাচ্ছে। এয়ারপোর্ট সংলগ্ন 'সেন্টার পয়েন্ট শপিং মলে' নির্মিত হয়েছে নতুন শাখাটি। দর্শকদের জন্য ঈদের দিন এটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শকরা সেখানে সিনেমা দেখতে পারবেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি। অনেক দর্শক আমাদের সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।'

চারটি হল থাকবে এই মাল্টিপ্লেক্সে। এর মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা দিয়েই এয়ারপোর্টের নতুন এই শাখাটি চালু হচ্ছে।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago