হুমায়ূন স্যার বললেন, তুমি পাস

হোসনে আরা পুতুল। ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী হোসনে আরা পুতুল সাড়া জাগানো 'কোথাও কেউ নেই' ধারাবাহিকে ঝুমা চরিত্রে অভিনয় করে জায়গা করে নেন মানুষের হৃদয়ে। হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমনি' সিনেমায় বিন্তি চরিত্র দিয়ে ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এর বাইরেও হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করেছেন পুতুল। কিন্তু, এখন আর তাকে খুব একটা দেখা যায় না পর্দায়। সঞ্জীব সরকার পরিচালিত 'চিটার অ্যান্ড জেন্টলম্যান' ধারাবাহিকে অভিনয় করেছেন পুতুল। সবশেষ তিনি অনিমেষ আইচের পরিচালনায় ছোটকাকু সিরিজের দুটো ধারাবাহিকে অভিনয় করেছেন।

এই নাটক দুটি নিয়ে দ্য ডেইলি স্টারকে পুতুল বলেন, 'ছোটকাকু সিরিজের নাটক দুটি করার দুটি কারণ। একটি হচ্ছে, পরিচালক ছিলেন অনিমেষ আইচ এবং আরেকটি হচ্ছে, সেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি আমার ভীষণ প্রিয় অভিনেতা।'

পুতুল বলেন, 'আফজাল হোসেনের অভিনয় দেখে বড় হয়েছি। শুটিংয়ের সময় দেখেছি, সত্যিই একজন অসাধারণ মানুষ তিনি।'

কাজ কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে পুতুল বলেন, 'একইরকম চরিত্রে অভিনয় করতে চাই না। এখন তো গতানুগতিক কাজ হচ্ছে বেশি। তাছাড়া, ছেলের স্কুল, পরিবার—সেখানেও সময় দিতে হয়।'

শুটিং স্পট মিস করেন?—প্রশ্নের জবাবে পুতুল বলেন, 'অনেক মিস করি। আমি নিয়মিত অভিনয় করব। আর একটু সময় যাক।'

'একজীবনে অভিনয়ই করেছি। আর তো কিছু করিনি। অভিনয়ের প্রতি ভালোবাসাই বেশি,' যোগ করেন তিনি।

১৯৯৩ সালে পুতুল প্রথম অভিনয় করেন 'কোথাও কেউ নেই' নাটকে। একটি নাটক করেই জনপ্রিয়তা পান। ঝুমা নামে এখনও অনেকেই ডাকেন তাকে।

পুতুল বলেন, 'আমি মনে করি, বিটিভির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নাটক "কোথাও কেই নেই"। ওই নাটকে অভিনয় করা আমার জীবনের বড় একটি ঘটনা।'

তিনি বলেন, 'হুমায়ূন আহমেদ স্যার আমার প্রিয় লেখক। ইচ্ছে ছিল তাকে কাছ থেকে দেখব। অথচ, সেই আমি তারই আলোচিত নাটকে অভিনয় করেছি। যেদিন বিটিভিতে স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয় আমাকে, সেদিন সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূরসহ অনেককে দেখে নার্ভাস হয়ে যাই। তারপর সেটে হুমায়ূন আহমেদ স্যার আসেন। ঝুমা চরিত্রের জন্য স্ক্রিপ্ট পড়তে দেন আমাকে। পড়ার পর স্যার বললেন, তুমি পাস। আমি তো অবাক। ওই ঘটনা আজও মনে পড়ে।'

তিনি আরও বলেন, 'সেদিন হুমায়ূন আহমেদ স্যার আমাকে দুটো বই উপহার দিয়েছিলেন—বহুব্রিহী ও নন্দিত নরকে। অটোগ্রাফও দিয়েছিলেন। এই স্মৃতি সবচেয়ে আনন্দের।'

১৯৯৪ সালে পুতুল অভিনয় করেন হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমনি' সিনেমায়। ওই বছর তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। যে মাসে পরীক্ষা, সেই মাসেই সিনেমার শুটিং হয়েছিল এফডিসিতে।

পুতুল বলেন, '"আগুণের পরশমনি" সিনেমায় চূড়ান্ত হওয়ার পর খুব ভালো লাগে। স্যার বলেন, তোমার চুল কাটতে হবে বিন্তি চরিত্রের জন্য। আমি তখনই চুল কাটতে রাজি হয়ে যাই। পরে স্যার যখন শুনতে পান আমার এসএসসি পরীক্ষা, তখন রাগ করেন। তিনি বলেন, আগে পরীক্ষা। যদিও শেষ পর্যন্ত স্যার আমাকে নিতে রাজি হন। শেষ পর্যন্ত বিন্তি চরিত্রে অভিনয় করি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাই।'

'একটা সময় শুধু হুমায়ূন আহমেদ স্যারের নাটক-সিনেমাই করেছি। অন্যদের কাজের প্রস্তাব পেলেও করিনি। সবশেষ স্যারের "শ্যামল ছায়া" ও "আমার আছে জল" সিনেমায় অভিনয় করি,' বলেন তিনি।

Comments