দক্ষিণী সুপারস্টার নয়নতারার ‘গডফাদার’ লুক

‘গডফাদার’ সিনেমার ফার্স্টলুকে দেখা দিলেন ভারতের দক্ষিণী সুপারস্টার নয়নতারা।
ছবি: সংগৃহীত

'গডফাদার' সিনেমার ফার্স্টলুকে দেখা দিলেন ভারতের দক্ষিণী সুপারস্টার নয়নতারা।

আজ বৃহস্পতিবার টুইটারে নয়নতারার 'সাথিয়াপ্রিয়া' চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম 
ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এই সিনেমায় চিরঞ্জীবী ও নয়নতারা ছাড়াও আছেন সালমান খান। অতিথি চরিত্রের মাধ্যমে দক্ষিণী ছবিতে পা রেখেছেন তিনি।

মালয়ালম 'লুসিফার' সিনেমার তেলেগু রিমেক 'গডফাদার'। পরিচালনা করেছেন জয়ম মোহন রাজা। এই রাজনৈতিক থ্রিলারটি মুক্তি পাবে ৫ অক্টোবর।
 

Comments