শাহরুখ-নয়নতারার ৩ মিনিটের প্রেমের রসায়ন

শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমার রোমান্টিক গান 'চালেয়া’ মুক্তি পেয়েছে।
জাওয়ান সিনেমার 'চালেয়া’ গানের একটি দৃশ্যে শাহরুখ ও নয়নতারা। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' সিনেমার রোমান্টিক গান 'চালেয়া' মুক্তি পেয়েছে আজ সোমবার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদন বলছে, ৩ মিনিটের এই গানে শাহরুখ ও নয়নতারার প্রেমের রসায়ন ম্যাজিক তৈরি করেছে।

শাহরুখ খানকে যে কারণে বলিউডের 'কিং অফ রোমান্স' বলা হয়, এ গানে যেন তারই প্রমাণ দিলেন তিনি। দুই বাহু ছড়িয়ে দেওয়ার সিগনেচার পোজে আরও একবার যেন ভক্তদের মন জিতে নিলেন।  

অন্যদিকে সাউথের লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা নতুন করে রূপের জাদু ছড়িয়ে দিলেন দর্শক হৃদয়ে। রোমান্টিক এই গানের কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।

আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই সিনেমাটি। 

Comments