তাপসীর ফেরা

ফির আয়ি হাসিন দিলরুবা, তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, হাসিন দিলরুবা,
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

রোমান্টিক থ্রিলার সিনেমা হাসিন দিলরুবার ওটিটিতে মুক্তি পেয়েছিল সেই ২০২১ সালে। তারপর পেরিয়ে গেছে তিনটি বছর। নতুন খবর হলো- এবার সিনেমাটির সিক্যুয়েল মুক্তির জন্য প্রস্তুত। সিক্যুয়েলের শিরোনাম 'ফির আয়ি হাসিন দিলরুবা'। এতে তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসির পাশাপাশি যোগ হয়েছেন সানি কৌশল।

রহস্যময় প্রেমের কাহিনী নিয়ে নির্মিত 'ফির আয়ি হাসিন দিলরুবা' আগামী ৯ আগস্ট মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, সানি কৌশল ফির আয়ি হাসিন দিলরুবার মুক্তির তারিখ ঘোষণা করেন।

ফির আয়ি হাসিন দিলরুবা, তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, হাসিন দিলরুবা,
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

আজ ১৫ জুলাই 'ফির আয়ি হাসিন দিলরুবা'র অভিনেতারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ছোট্ট একটি ক্লিপে তাপসী পান্নুকে বলতে শোনা যায়, আগামী ৯ আগস্ট দেখা হবে। ফোঁটা ফোঁটা ফোঁটা ফোঁটা হবে, মারাত্মক বৃষ্টি হবে।

যেখানে বিক্রান্ত ম্যাসি বলছেন, ৯ আগস্ট দিনটি কাটুক হাসিন দিলরুবার সঙ্গে। সানি কৌশল বলেন, দর্শকের মন মাতাতে ৯ আগস্ট আসছে হাসিন দিলরুবা। ভালোবাসায় ভরে যাক আগামী ৯ আগস্ট।

তাপসী আরও বলেন, সবাইকে ভালবাসার পাঠ শেখাবে 'ফির আয়ি হাসিন দিলরুবা'। ৯ আগস্ট দেখা হবে শুধুমাত্র নেটফ্লিক্সে।

ওই ভিডিও ক্লিপে চরিত্রগুলোর লুকও দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডে বাজছিল এক হাসিনা থি গানটি। পোস্টের ক্যাপশনে লেখা, ৯ আগস্ট বেজে উঠুক হাসিন শ্যাম, দিলরুবার নাম। 'ফির আয়ি হাসিন দিলরুবা' আগামী ৯ আগস্ট মুক্তি পাচ্ছে, শুধুমাত্র নেটফ্লিক্সে।

ফির আয়ি হাসিন দিলরুবা, তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, হাসিন দিলরুবা,
তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

ফির আয়ি হাসিন দিলরুবা নিয়ে কিছু তথ্য

রোমান্স, সাসপেন্স ও নানা টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর সিনেমাটি। এতে রানির চরিত্রে তাপসী পান্নু, রিশুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি, অভিমন্যু চরিত্রে সানি কৌশল ও মৃত্যুঞ্জয়ের চরিত্রে জিমি শেরগিল অভিনয় করেছেন। কালার ইয়েলো প্রোডাকশনস ও টি-সিরিজ ফিল্মস পরিচালিত ছবিটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই এবং লিখেছেন কণিকা ধিলন।

এটি প্রযোজনা করেছেন আনন্দ এল রাই, হিমাংশু শর্মা, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার এবং সহ-প্রযোজনা করেছেন কণিকা ধিলন এবং শিব চানানা।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago