জন্মদিনে ধূমপান ছাড়ার ঘোষণা দিলেন শাহরুখ

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

এক সময়ের চেইন স্মোকার বলিউড বাদশাহ শাহরুখ খান ধূমপান ছেড়ে দিয়েছেন। গতকাল রোববার ৫৯তম জন্মদিন উপলক্ষে এমন ঘোষণাই দিলেন তিনি। 

মুম্বাইয়ের বান্দ্রায় ভক্তদের আয়োজনে ফ্যানক্লাবের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ওই আয়োজনের একটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)।

ওই ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, 'একটি ভালো খবর আছে। বন্ধুরা, আমি আর ধূমপান করছি না।'

'ভেবেছিলাম ধূমপান ছাড়ার পর আমি শ্বাসকষ্ট অনুভব করব না। কিন্তু এখনো করছি। ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে,' বলেন শাহরুখ।

২০১২ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালে জনসমক্ষে ধূমপান করতে দেখা যায় শাহরুখকে। 

ওই ঘটনার জন্য সমালোচিতও হন তিনি। পরে, জয়পুরের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়ে ১০০ টাকা জরিমানা দেন তিনি।

বান্দ্রায় ওই আয়োজনে শাহরুখ খান জন্মদিনের সকালের বর্ণনা দেন। বলেন, 'আজ দেরি করে ঘুম থেকে উঠলাম। গতরাতে একটি ডিনার ছিল। ঘুম থেকে উঠে ছোটটার (সন্তান) সঙ্গে কিছু সময় কাটালাম। তার কিছু সমস্যা দেখলাম, তার আইপ্যাড কাজ করছিল না। তারপর মেয়ের কিছু পোশাক দেখলাম। এরপর বড় ছেলের কাছে গেলাম...।'

শাহরুখ আরও বলছিলেন, 'আমি পরিবারের কাছ থেকে শিখি। আপনার যত সন্তান, আপনি তত ধৈর্যশীল। এই শিক্ষা আমি ঘর থেকে পেয়েছি।'

শাহরুখের জন্মদিনের বিশেষ আয়োজন করেছেন স্ত্রী গৌরী খান। তার পরিকল্পনা অনুযায়ী পার্টিতে রাখা হয় শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সুহানার পারফরম্যান্স।

শাহরুখ খানের জন্য গত বছরটা ছিল স্পেশাল। ২০২৩ সালে 'পাঠান' ও 'জওয়ান' দুটি সিনেমা দিয়ে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে। 'ডাঙ্কি' সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার প্রদর্শন করেছেন। 

আগামীতে শাহরুখ খানকে দেখা যাবে 'দ্য কিং' সিনেমায়। যেখানে তার সঙ্গে পর্দা ভাগ করবেন মেয়ে সুহানা খান। সিনেমার পরিচালক সুজয় ঘোষ। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে কিং খানের নতুন সিনেমা 'দ্য কিং'।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

3h ago