‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না’

চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্গাপূজায় ছিলেন কলকাতায়। এই উৎসবের মধ্যেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
ফটোশুটের জন্য সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্গাপূজায় ছিলেন কলকাতায়। এই উৎসবের মধ্যেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। 

কয়েকদিন আগে ৩টি ছবি তিনি পোস্ট করেছিলেন ফেসবুকে। ছবিতে তার সিঁথিতে সিঁদুর দেখা যায়। অনেকেই ভেবেছেন আবার  বিয়ে করেছেন এই নায়িকা।

সিঁথিতে সিঁদুর প্রসঙ্গে অপু বিশ্বাস সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সিঁথিতে সিঁদুর দেখে অনেকেই অনেক কিছু ভেবেছেন। এসব ছিল আমার একটা ফটোশুটের ছবি। সে কারণে সিঁদুর দিয়েছিলাম।' 

সিঁথিতে সিঁদুর দেওয়া ছবি ফেসবুকে পোস্ট করায় অপু বিশ্বাসকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

'কেউ এটা নিয়ে অন্য কিছু মনে করবেন না আশা করছি,' বলেন তিনি।

তার আগে অপু বিশ্বাস নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।'

 

Comments