চলে গেলেন প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান বুলি
প্রখ্যাত পরিচালক ও প্রযোজক আজিজুর রহমান বুলি মারা গেছেন।
আজ সোমবার ভোররাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি মারা যান।
চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
আজিজুর রহমান বুলির পরিচালনায় উল্লেখযোগ্য সিনেমা হলো— 'হিম্মতওয়ালী', 'নেপালি মেয়ে', 'বাপের বেটা', 'সন্দেহ', 'দেশ-বিদেশ', 'লালু সরদার', 'শেষ উত্তর', 'জুলি', 'আমার সংসার', 'সমস্যা', 'নবাবজাদি', 'মতিমহল', 'লাভ ইন নেপাল', 'শাদী মোবারক', 'কালু গুণ্ডা', 'রঙিন প্রাণ সজনী', 'টক্কর' ও 'রাজা-রানী-বাদশা'।
১৯৭০ এর দশকে তিনি 'নাচের পুতুল' প্রযোজনা করেন। এরপর ১৯৮০ সালে 'শেষ উত্তর' সিনেমা দিয়ে ছবি নির্মাণ শুরু করেন তিনি। তার সর্বশেষ সিনেমা ছিল 'বন্ধু যখন শত্রু'।
আজিজুর রহমান বুলি ২ বার প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন।
Comments