আইটেম গানে ববি

নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’। আগামী ৬ জানুয়ারি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।
ববি। ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে 'ব্ল্যাক ওয়ার'। আগামী ৬ জানুয়ারি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির আগে জানা গেলো এই সিনেমার আইটেম গানের খবর। 'চালাও গুলি' শিরোনামের গানটিতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা ববি।

ববি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই প্রথম অন্য কারো সিনেমার আইটেম গানে অংশ নিলাম। কয়েকদিন আগে আইটেম গানের শুটিং শেষ হয়েছে। দারুণ একটা গান। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আইটেম গানটি করা হয়েছে। নিজের সিনেমার আইটেম গানে অংশ নিলেও অন্য সিনেমার গানে তেমনভাবে অংশ নেওয়া হয়নি, পরিচালকের কারণেই কাজটি করেছি।'

সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। 'মিশন এক্সট্রিম'-এর দ্বিতীয় পর্ব 'ব্ল্যাক ওয়ার'। এতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, রাশেদ অপুসহ অনেকে।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় 'মিশন এক্সট্রিম'র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago