নতুন লুকে বুবলি

কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান।
বুবলির নতুন লুক। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলি নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'তুমি যেখানে আমি সেখানে' সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে।

কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান।

আজ মঙ্গলবার দুপুরে বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন।'

তিনি আরও বলেন, 'মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।'

বুবলির নতুন লুক। ছবি: সংগৃহীত

এক প্রশ্নের জবাবে বুবলি বলেন, 'বিনোদনের বড় মাধ্যম চলচ্চিত্র। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে হাসতে চায়, কাঁদতে চায়। বিনোদনের সবকিছু আছে এই সিনেমায়, ইমোশনও আছে।'

পরিচালক দেবাশীষ বিশ্বাস সম্পর্কে ঢালিউড নায়িকা বুবলি বলেন, 'প্রথমবার দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় অভিনয় করছি। অনেক মেধাবী এই পরিচালকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে।'

'দীলিপ বিশ্বাসের আমি খুব ভক্ত। তার অনেক সিনেমা দেখেছি। এখনো সেসব মনে পড়ে। তার যোগ্য উত্তরাধিকারী দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অনেক বিশেষ কিছু এবং অবশ্যই ভালো লাগার,' যোগ করেন তিনি।

নতুন সিনেমায় নতুন লুক প্রসঙ্গে তিনি বলেন, 'এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।' 

দর্শকদের উদ্দেশে বুবলি বলেন, 'দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে।'

নায়ক রোশান প্রসঙ্গে বলেন, 'রোশানের সঙ্গে এটি আমার সপ্তম সিনেমা। রোশান অনেক ভালো করছে।'

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

8h ago