মিমের অতৃপ্তি ও আফসোস
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম একের পর এক নতুন সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন। তার অভিনীত সিনেমা প্রশংসিত হচ্ছে ব্যাপকভাবে।
বিশেষ করে গত বছর জুড়ে 'পরাণ' ও 'দামাল' দিয়ে তুমুল আলোচিত হয়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন মিম। 'দিগন্তে ফুলের আগুন' সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
এই সিনেমায় মিম অভিনয় করছেন অধ্যাপক পান্না কায়সারের চরিত্রে। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে।
এ বিষয়ে মিম বলেন, 'অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি তাড়াতাড়িই শেষ হবে। এই সিনেমাটি নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী।'
তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে ভালো একটি সিনেমা যুক্ত হতে যাচ্ছে। আমি নিজেও অভিনয় করে হ্যাপি।'
সরকারি অনুদানের সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। তিনি শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করেছেন।
মিম বলেন, 'আমি শতভাগ চেষ্টা করেছি পান্না কায়সার হয়ে উঠতে। কতটুকু পেরেছি তা দর্শকরা বিবেচনা করবেন। সবাই যার যার জায়গা থেকে ভালোবাসা ও যত্ন নিয়ে অভিনয় করেছেন। বেশ কিছুদিন রিহার্সেলও করেছি। শমী কায়সার আপু থেকে শুরু করে, পরিচালক, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার—সবাই সহযোগিতা করেছেন।'
এই সিনেমায় অভিনয় করতে গিয়ে তৈরি হওয়া আফসোস ও অতৃপ্তি সম্পর্কে মিম বলেন, 'যেদিন অধ্যাপক পান্না কায়সারের সঙ্গে দেখা করার কথা ছিল, সেদিন আমি খুব আনন্দে ছিলাম। কিন্তু, আফসোস, সেদিনই দুঃসংবাদটি পাই যে তিনি আর নেই। এই আফসোস এবং অতৃপ্তি আর কোনোদিনই পূরণ হবে না।'
আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত 'অন্তর্জাল'। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।
Comments