নেতিবাচক কিছু উপস্থাপন করলে মামলা করতে বাধ্য হব: বর্ষা
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা সম্প্রতি ট্রলের শিকারের হয়েছেন। বিষয়টি নিয়ে এই চিত্রনায়িকা মানহানি মামলা করার কথা ভাবছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের কথা বলেছিলেন। ওই কথা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ট্রল।
এ প্রসঙ্গে বর্ষা আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমার কোনো ভিডিও বা কোনো সাক্ষাৎকার কাটছাঁট করে কোনো পেজে বা ইউটিউবে নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি মামলা করতে বাধ্য হব। আমার আইনজীবী অলরেডি এসব নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি।'
তিনি বলেন, 'সবকিছুর একটা সীমা থাকা উচিত। অর্থ উপার্জনের জন্য এমন বাজেভাবে অন্যের বক্তব্য উপস্থাপন করা যাবে না।'
বর্ষা অভিনীত 'নেত্রী, দ্য লিডার' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমায় বর্ষার বিপরীতে আছেন অনন্ত জলিল।
তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।
Comments