ভারতের ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ পেলেন বর্ষা

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত তার হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন। 
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত বর্ষার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। ছবি: সংগৃহীত 

বাংলাদেশের চিত্রনায়িকা বর্ষা ভারতের 'গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড' পেয়েছেন। বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত তার হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন। 

ভারতে গত ১৬ বছর ধরে এই পুরস্কার চালু আছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অর্জনের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড  দেয়া হয়। 

অ্যাওয়ার্ড পেয়ে বর্ষা টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার অন্য অনেকের সঙ্গে আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মুম্বাইয়ে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমের খ্যাতিমান মানুষেরা ছিলেন।'

বর্ষা অভিনীত সিনেমাগুলো হলো-হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পাই, দিন-দ্যা ডে, কিল হিম।

Comments