আমি এখন অনেক গোছানো: পরীমনি

‘মুখোশ উন্মোচন হয়েছে অনেকের। কে কেমন মানুষ তা জেনেছি, চিনেছি।’
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমনির ২০২৪ সালটি শুরু হয়েছে নতুন সিনেমার শুটিং দিয়ে। সদ্যবিদায়ী বছরের শেষ দিনেও তিনি শুটিংয়ে ছিলেন।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'বুকিং' সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে পরীমনি।

সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, 'অনেকদিন পর রোমান্টিক গল্পে কাজ করছি। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। মাঝে নানারকম গল্পে কাজ করেছি। কিন্তু এত চমৎকার রোমান্টিক গল্পে কাজ করা হয়নি।'

পরীমনি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথমবার শুটিং করছি। একটু টেনশন ছিল। মনে মনে ভেবেছি, নতুন মানুষ, নতুন গল্প, কেমন হবে। কিন্তু, ভালো হচ্ছে।'

ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, 'বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন শুটিং করার অনুভূতি সত্যি অন্যরকম। আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে।'

নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে পরীমনি বলেন, 'নতুন বছরের কাজগুলোর একটা ছক মনে মনে করে ফেলেছি। অনেককে শুটিংয়ের তারিখ দেওয়া আছে। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করব।'

তার ভাষ্য, 'আমি এখন অনেক গোছানো। অনেক কিছু গুটিয়ে ফেলেছি। জেল থেকে বের হয়ে সংকীর্ণ করে ফেলেছি অনেক কিছু। মানুষ চিনতে পেরেছি। মুখোশ উন্মোচন হয়েছে অনেকের। কে কেমন মানুষ তা জেনেছি, চিনেছি।'

পরীমনি। ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে একমাত্র অভিভাবক নানাকে হারিয়েছেন পরীমনি। আপনজন হারানোর সেই কষ্ট এখনো ভুলতে পারেননি।

পরীমনি বলেন, 'এখনো নানুর ফোনের অপেক্ষায় থাকি। যদিও জানি ফোন আসবে না, তারপরও অপেক্ষা করি। আগে একটা তাড়া ছিল নানু ফোন করবে। ফোনে রিং বাজলে ভাবতাম নানুর ফোন বুঝি এসেছে। এখন তাড়াটা ফুরিয়ে গেছে।'

'খুব শিগগির নানুবাড়ি যাব। পিরোজপুরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসব। ফিরে এসে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করব,' যোগ করেন তিনি।

ছেলের বিষয়ে পরীমনি বলেন, 'এখন আমার পৃথিবী হচ্ছে ছেলেকে ঘিরে। শুটিংয়ে আমার সঙ্গে থাকে রাজ্য। তার সঙ্গে আমার যত আনন্দ, যত সুখ ভাগ করি। তাকে নিয়েই আমার সবকিছু।'

Comments