স্টাইলিশ নায়ক সালমান শাহ

ঢাকাই সিনেমার স্টাইলিস্ট নায়ক সালমান শাহ। আজ তার ২৯তম প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান তিনি।
চার বছরের অভিনয় জীবনে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই সুপারহিট।
প্রয়াণের ২৯ বছর পরেও এখনো তার অভিনীত সিনেমা, চরিত্র, স্টাইল নিয়ে কথা বলেন অগণিত দর্শক-ভক্ত।
অমর নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলি ও পূজা চেরি।

শবনম বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার অনেক পছন্দের নায়ক সালমান শাহ। তিনি ভীষণ স্মার্ট, স্টাইলিশ, ফ্যাশনেবল ও ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। ২৯ বছর আগেই এখনকার সব ফ্যাশন আর স্টাইল করে গেছেন তিনি। অনেক আপডেটেড ছিলেন। অমর নায়ক একজনই। তিনি সালমান শাহ।'

পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিজের অভিনীত সিনেমাগুলোর জন্য অমর হয়ে থাকবেন সালমান শাহ। সালমান শাহ-শাবনূর জুটি আমার অনেক পছন্দের। তাদের অভিনীত সব সিনেমা দেখেছি, অনেকবার দেখেছি। সময় পেলেই তাদের সিনেমা দেখতে বসি। অনেক ফ্যাশনেবল ও স্মার্ট ছিলেন সালমান শাহ। সেই কারণেই সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তিনি।'
সিনেমায় সালমান শাহের অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে মৌসুমী অভিনীত ও সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা দিয়ে। তারপর মৌসুমীর সঙ্গে জুটি হয়ে 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' ও 'স্নেহ' সিনেমায় অভিনয় করেছেন।
১৯৯৪ সালে সালমান শাহ-শাবনূর প্রথম জুটি হন জহিরুল হক পরিচালিত 'তুমি আমার' ছবিতে। এরপর একে একে 'সুজন সখী', 'বিক্ষোভ', 'স্বপ্নের ঠিকানা', 'মহামিলন', 'বিচার হবে', 'তোমাকে চাই', 'স্বপ্নের পৃথিবী', 'জীবন সংসার', 'চাওয়া থেকে পাওয়া', 'প্রেম পিয়াসী', 'স্বপ্নের নায়ক', 'আনন্দ অশ্রু', 'বুকের ভিতর আগুন' সিনেমায় অভিনয় করেন।
সালমান শাহ অভিনীত অন্য সিনেমাগুলো হলো জীবন রহমান পরিচালিত 'প্রেম যুদ্ধ', দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'কন্যাদান', হাফিজ উদ্দিন পরিচালিত 'আঞ্জুমান', মালেক আফসারী পরিচালিত 'এই ঘর এই সংসার' ইত্যাদি।
এ ছাড়া রয়েছে, 'স্বপ্নের ঠিকানা', 'আশা ভালোবাসা' ও 'শুধু তুমি'।
Comments