আইসিইউতে ম্যাডোনা

ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন পপ সুপারস্টার ম্যাডোনা।
ম্যাডোনা, পপ, আইসিইউ,
ম্যাডোনা। রয়টার্স ফাইল ফটো

ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন পপ সুপারস্টার ম্যাডোনা। এ কারণে তার বিশ্ব সফর স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তার ম্যানেজার গাই ওজেরি বলেন, আমরা আশা করছি ম্যাডোনা ‍পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী ম্যাডোনা গত শনিবার অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাকে কয়েক দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ইনস্টাগ্রামের বিবৃতিতে বলা হয়, 'তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে তিনি এখনো চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের সব কার্যক্রম স্থগিত করতে হবে, যার মধ্যে সফরও অন্তর্ভুক্ত আছে।'

আগামী ১৫ জুলাই থেকে ম্যাডোনার বিশ্বব্যাপী সফর শুরুর কথা ছিল, চলতি ডিসেম্বরে এই সফর শেষ হওয়ার কথা।

সাতবারের গ্র্যামি বিজয়ী ম্যাডোনার চার দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট উপহার দিয়েছেন।

Comments