লাইফ সাপোর্টে নাট্যকার মোহন খান

আজ বৃহস্পতিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
মোহন খান
মোহন খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ অবস্থায় আজ বৃহস্পতিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে ব্রেইন টিউমার ধরা পড়ে অসংখ্য টেলিভিশন নাটকের নাট্যকার ও পরিচালক মোহন খানের।

আহসান হাবিব নাসিম বলেন, 'মোহন খানের ব্রেইন টিউমার অপারেশন করা হয়েছিল। অপারেশন শেষে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাত পান তিনি। পরে আবারও অসুস্থ হয়ে পড়েন। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।'

মোহন খানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। অন্তত ২ শতাধিক নাটক রচনা করেছেন তিনি। 

তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।

Comments