লাইফ সাপোর্টে সাবেক ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে (৭১) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে সেখানেই লাইফ সাপোর্টে রাখা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আরেফিন সিদ্দিক দুপুর সোয়া ২টার দিকে ঢাকা ক্লাবের ভেতরে দাড়িয়ে কথা বলার সময় হঠাৎ মাটিতে পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।'
'দোকানের মেঝেতে পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে,' যোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক ২০০৯-২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ১৫ জুলাই তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি।
Comments