সিনেপ্লেক্সে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রিমিয়ার

আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। ছবি: স্টার

আগামী ২৩ সেপ্টেম্বর সারাদেশে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত 'অপারেশন সুন্দরবন'।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির একটি প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সিনেমাটির কলাকুশলীরা। 

সিনেমাটির কলাকুশলীদের মধ্যে রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, আরমান পারভেজ মুরাদ, রওনক হাসান, দর্শণা বণিক, মনির খান শিমুল, কন্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, ইমরানসহ আরও অনেকে। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ''অপারেশন সুন্দরবন' সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে মাইলফলক হয়ে থাকবে। সুন্দরবনের অনন্য সৌন্দর্য বিশ্বের বুকে তুলে ধরবে এ চলচ্চিত্র। র‌্যাব ফোর্সের দুঃসাহসিক অভিযানকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, 'সুন্দরবন আমাদের কাছে অন্যরকম এক অনুভূতি। এই সুন্দরবন যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। একটা সময় ছিল যখন দস্যুদের কারণে সুন্দরবন আরও বেশি ভয়ঙ্কর ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন বলেই সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। তার নির্দেশনায়, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধায়নে র‌্যাব অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। সেই সব অভিযান নিয়েই নির্মাণ  হয়েছে 'অপারেশন সুন্দরবন' সিনেমা। এই সিনেমার মাধ্যমে দর্শকরা র‌্যাবের অভিযান সম্পর্কে কিছুটা ধারণা পাবে।'

দীপংকর  দীপন পরিচালিত 'অপারেশন সুন্দরবন' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামানিক, দর্শণা বণিক, সামিনা বাশার, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামানিক, দীপু ইমাম, এহসানুর রহমানসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

20h ago