খেলার মধ্যে যে কারণে পরিচালকের কাছে ছুটে যান রাজ

‘দামাল’ সিনেমার টিমের আয়োজনে গতকাল শনিবার ঢাকার একটি মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হয়। সেখানে পেশাদার জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে খেলেন ‘দামাল’ সিনেমার অধিনায়ক শরিফুল রাজ, স্ট্রাইকার সিয়াম আহমেদসহ অনেকেই।
শরিফুল রাজ। ছবি: স্টার

'দামাল' সিনেমার টিমের আয়োজনে গতকাল শনিবার ঢাকার একটি মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হয়। সেখানে পেশাদার জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে খেলেন 'দামাল' সিনেমার অধিনায়ক শরিফুল রাজ, স্ট্রাইকার সিয়াম আহমেদসহ অনেকেই।

খেলা দেখে বুঝার উপায় ছিল না এটি প্রীতি ম্যাচ। পেশাদার ফুটবল খেলা হয়েছে। ঘাম ঝরিয়েছেন তারকাশিল্পীরা।

খেলার ৬০ মিনিটের মাথায় দেখা যায় মাঠের কোনায় দাঁড়িয়ে থাকা 'দামাল' সিনেমার পরিচালক রায়হান রাফির কাছে ছুটে আসেন শরিফুল রাজ। এসে বললেন, 'আমার আরেক জোড়া বুট লাগবে, এটা ছিঁড়ে গেছে।'

শরিফুল রাজ। ছবি: স্টার

২ মিনিটের মধ্যে আরেক জোড়া নতুন বুট পায়ে খেলতে শুরু করেন রাজ। খেলার ফলাফল ১-১ গোলে ড্র হয়।

মুক্তিযুদ্ধের সময়ের ফুটবল দলের ঘটনা নিয়ে রায়হান রাফির পরিচালনায় দামাল সিনেমাটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে।

সিনেমায় অভিনয় করেছেন, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, মামুন অপু, সামিয়া অথৈ, শাহানাজ সুমীসহ অনেকে।

Comments