কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: ফেরদৌস

ফেরদৌস। স্টার ফাইল ফটো

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা ফেরদৌস। তবে, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ দিন কলকাতার সিনেমা অভিনয় করা হয়নি তার। তবে, ৪ বছর পর আবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। এ মাসেই কলকাতা যাচ্ছেন ফেরদৌস।

ইতোমধ্যে কলকাতায় নতুন সিনেমার সবকিছু চূড়ান্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবন্তী।

ফেরদৌস বলেন, 'সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে কলকাতা যাব। নতুন সিনেমা করছি এটা চূড়ান্ত। অনেকটা যেন নিজের ঘরে ফিরছি। কেননা, কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। সবসময় কলকাতাকে এভাবেই দেখে আসছি।'

তিনি আরও বলেন, 'গত চার বছরে কলকাতাকে ভীষণ মিস করেছি। কলকাতার বন্ধুদের

খুব মিস করেছি। আমার ক্যারিয়ারটাই এমন ছিল, কিছুদিন ঢাকায় আবার কিছুদিন কলকাতায় থেকেছি। দুই দেশে সমানভাবে শুটিং করেছি।'

'শ্রাবন্তীর সঙ্গে আগে একটি সিনেমা করেছি। কিন্তু, তার বিপরীতে নয়। নতুন সিনেমায় তার বিপরীতে অভিনয় করব। শ্রাবন্তী খুব ভালো মানুষ এবং ভালো অভিনেত্রী। শ্রাবন্তী আমার ভালো বন্ধুও। স্টেজে একসঙ্গে পারফর্ম করেছি,' বলেন তিনি।

ফেরদৌস কলকাতার নতুন যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তার নাম মীর জাফর চ্যাপটার-২। অর্ক দীপ মল্লিকা নাথ সিনেমাটি পরিচালনা করবেন। ভারতের মুর্শিদাবাদে শুটিং হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ফেরদৌস।

বিরতির পর ওখানকার সিনেমায় ফেরার বিষয়ে তিনি বলেন, 'শিল্পী হিসেবে এটা কত খুশির এবং কত আনন্দের তা কেবল আমিই জানি। সত্যি কথা বলতে এই ধরনের চরিত্র আগে করেছি বলে মনে পড়ে না। আমি শতভাগ ভালোবাসা ও শ্রম দিয়ে কাজটি করতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।'

এদিকে ঢাকায় আহারে জীবনের শুটিং করছেন তিনি। ছটকু আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। তার বিপরীতে অভিনয় করছেন পূর্ণিমা। এছাড়া ফেরদৌস অভিনীত জ্যাম, গাঙচিলসহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago