৭ মার্চের ভাষণ নিয়ে প্রথম সিনেমা ‘রেডিও’ সেন্সরে
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। ইতিহাসের এই বিষয়টি নিয়ে প্রথমবার নির্মিত হয়েছে সিনেমা 'রেডিও'।
মুক্তিযুদ্ধের সময় নাগরিক সুবিধাবঞ্চিত একটি গ্রামে রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা নিয়ে এই সিনেমার গল্প।
অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় এবং এলিনা শাম্মীসহ অনেকেই।
সিনেমার পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, '৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কীভাবে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাব ফেলে, সেটা অনেকেই জানেন। জাতি হিসেবে আমরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। একটি গ্রামে ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প।'
তিনি আরও বলেন, 'সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। সিনেমাটির ছাড়পত্র হাতে এলে মুক্তির তারিখ ঘোষণা করব। এটি ৩ কিংবা ১০ মার্চ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।'
Comments